• Home
  • আমার নিজের কথা
  • আমার কালেকশন
  • ভালবাসার গল্প
  • বাংলার কবিতা
  • মাধবদীর কথা
  • সাধারণ জ্ঞান
  • কিছু হাসি কিছু কথা
  • ইসলাম মানে শান্তি
  • ইংরেজি এত সহজ
  • ভাল লাগে => ভাল থাকতে
  • শুধু গান এন্ড গান
Life is Love

আমার ভালবাসা

5/12/2012

0 Comments

 
তুমি আমার লেখা কবিতা
আমার কবিতার কথা
তুমি আমার লেখা গান
আমার গানের কথা
তুমি আমার ভাললাগা
আমার শতআশা
... তুমি আমার প্রথম প্রেম
আমার ভালবাসা.........
0 Comments

বৃষ্টি ভেজা

5/12/2012

1 Comment

 
ছুয়ে দেব তোমায়
বৃষ্টি ভেজা শীতল হাওয়ায়
হৃদয়ে শিতিল শিহরণে
ভালবাসা জাগাবো তমার মনে

সেই ভালবাসায় জড়িয়ে নিও আমাকে
... আমি যে ভালবাসি তোমাকে

রিমজিম বৃষ্টির ও ছন্দে
নাচে তোমার মন আনন্দে
সেই আনন্দে ভালবেসো আমাকে
আমি ভালবাসি তোমাকে।।আরো দেখুন
1 Comment

বন্ধু তোমায়...

5/12/2012

0 Comments

 
জোছনার আলোতে একা জানালার পাশে

বসে আছি; সারাটা আকাশ জুড়ে একটা

... তারাও নেই, জোছনার মত আমিও একা

বসে এই জানলার ধারে; কেটে যাবে রাত,

আসবে না ঘুম! পাল্টে যাবে ইতিহাস,

ভাঙবে না স্বপ্ন। রাত কেটে গিয়ে এক সময়

ভোর হবেই, রৌদ্রজ্বলা শুভ্র-আকাশ উঁকি দেবেই

কবে আমার মনের আঁধার দূর হয়ে মনে

খুশীর রোদ্র উঠবে? আর কতটা দু'চোখের

বর্ষা বইলে মনের নীল আকাশ ভেসে উঠবে?

স্মৃতির খাতায় কিছু কালো দাগ, কিছু অশ্রু

বিন্দুবদলে যাওয়া এই আমি, আজো যে তোমায়

ভালোবাসি, অনেক ভালোবাসি, খুব ভালোবাসি!!
0 Comments

FaceBook থেকে ..........

5/12/2012

0 Comments

 
১। একমুঠো স্বপ্ন চেয়ে
হাত বাড়িয়ে ছিলাম
জীবন ছিল বড় বেরং
সুর হারিয়ে ছিলাম
আলোর দিশা হয়ে তুমি এলে
আমি বদলে গেলাম......♥

২। দুই নয়নের আলো তুমি
তোমায় ছাড়া ভুবন অন্ধকার
তোমার চোখে স্বপ্ন সাজাই
তুমি জীবন আমার.......♥

৩। বিদায় বেলা কান্না ছাড়া
বন্ধু তোমায় দেবার কিছু নেই
শুধু মনে রেখ বন্ধু ছিলাম
বন্ধু রবো
থাকো তুমি জত দূরেই.......♥
0 Comments

►নষ্ট সভ্যতা◄ !!ফারজানা মাহাবুবা !!

3/27/2012

0 Comments

 
রাস্তার পাশে পাগলটাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটাচ্ছিলাম।
আমরা সভ্য মানুষেরা পাগল ভয় পাই
ঠিক ভয় না, কেমন যেন বিব্রত হই
যদি সে আমাদের ভদ্র পোষাক নোংরা করে দেয়!
যদি সে গালি দিয়ে মৌখিক বেইজ্জতী করে!

কিন্তু এড়ানো গেলনা,
সামনে এসে দাঁড়ালো যেন খাঁড়া গম্বুজ।
‘পয়সা দে’
আমার ক্রেডিট কার্ড’র সে কী বুঝবে?
আমতা আমতা করে বলি-
পয়সা নাই, মাফ কর।
শান্ত পাগল আরো শান্তভাবে হাত গুটিয়ে নেয়।
‘তুই নিজেরে মাফ কর্’।

অল্পতেই রক্ষা পেয়ে আমি আশ্বস্থ হই।
কিন্তু একি!
দু’পা এগুতেই পিছন থেকে পাগল পাথর মারে
বালু খাবলে ছিটায়
গালির থুথু নিক্ষেপ করে
আমি দৌঁড়ে পালাই।
পালাতে পালাতেই শুনি-
‘কোথায় পালাবি? দুনিয়া ধ্বংস কইরা দিমু!
চিবাইয়া খামু সব কয়টারে!
নষ্ট হইয়া গেছস তোরা,
নষ্টের জাত!’
0 Comments

►তোমাকে অভিনন্দন হে রুটির টুকরা!◄ !!ফারজানা মাহাবুবা !!

3/27/2012

0 Comments

 
এক ফোঁটা ঘাম
চকচকে পানি রঙ্গের
যেন ছোট্ট একটা মুক্তো দানা।
টুপ্ করে ঝরে পড়ল ছোট্ট কপাল বেয়ে
তবুও হামাগুড়ি থামেনা।

উড়ে আসে কাক
সংকুচিত হয়ে আসে ছোট্ট চোখের মনি,
কালো বিন্দুতে ভয়ের মিছিল এক ঝাঁক!

এই বুঝি নিয়ে গেল রুটির টুকরোটা!
উলটে যায় অপটু হামাগুড়ি
কেঁদে উঠে শিশুটা।

পাশ্ দিয়ে চলে যায় চকচকে জুতো,
পালিশ করা।
উপরতলার মানুষ ওরা ।

ছোট্ট মুখে ছিটকে উঠা বালির সুড়সুড়ি!
কান্নার ব্যার্থতায় আবার প্রাণান্ত চেষ্টা।
তারপর যখন,
ছোট্ট হাতের মুঠোয় আবার বাসি-ছিন্ন রুটি
ঝরে পড়তে পড়তে হাসে শেষ ঘাম ফোঁটাটা।
তোমাকে অভিনন্দন হে রুটির টুকরা!
0 Comments

►আর কতদূর?◄ !!ফারজানা মাহাবুবা !!

3/27/2012

0 Comments

 
আকাশে মেঘের ছায়া
কাটেনি
উঠেনি রোদ্দুর
তবুও হাঁটছি
মন-রোদে ভিজে
পথ ভেংগে চুর চুর
একটা গল্প লিখো
গল্প লিখি
গল্পের সমুদ্দুর
চলে যেতে যেতে
মেঘে ভেসে যায়
আমার রোদেলা দুপুর
ডুবে ডুবে যাই
জল চারিদিকে
শুনিনি ঢেউয়ের সুর
তুমি বলেছিলে
বলে দিবে ভোরে
বাকী আছে কতদূর
0 Comments

►যারা আমাদেরকে দেখলেই চোখ কুঁচকাচ্ছেন, তাদেরকে-◄ !!ফারজানা মাহাবুবা !!

3/27/2012

0 Comments

 
আপনারা জানেন।
রাস্তার পাশের ঐ চামড়া ঝুলে যাওয়া বয়োবৃদ্ধ গাছটার মত
আপনাদের মনের চামড়াও ঝুলে গেছে
তাই আপনারা জানেন।

আমরা জানিনা।
অতএব আপনারা এবং আমরা
এই দুই ‘আ’র মধ্যে রচিত হয়ে গেছে
মাইলকে মাইল ব্যবধান।
দয়া করে তাই চিৎকার করে নিজেকে কষ্ট দিবেন না।

বাতাস উজানে বইছে।
উজানের উলটা পিঠে দাঁড়িয়ে
আমরা কিছুই শুনতে পাচ্ছিনা!


((ছোট্ট একটু কথার যোগ-
এ কবিতার বয়স কমসে কম চার বছর!
তখন আমি আর আমার এক ফ্রেন্ড মিলে কিছুদিন রিয়েল হিপ্পী হওয়ার ট্রাই দিয়েছিলাম। কিন্তু “মেয়ে মানুষ” আমরা পারিনি!
আমরা না, আসলে আমি পারিনি।
আমার বান্ধবীটা অদ্ভূদভাবে পুরো সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনো সমানে ভ্যাগাবন্ডই রয়ে গেল!
তখন, এক অদ্ভূদ চিড়বিড়ে রাগ থেকে, একদিন, একটা চায়ের ঝুপড়িতে চা খেতে খেতে এই কাব্য সাধনা (!) করা হয়েছিল সমাজকে উদ্দেশ্য করে।
ব্যাস, আর কিছু না! ))
0 Comments

►আমিতুমি◄ !!ফারজানা মাহাবুবা !!

3/27/2012

0 Comments

 
আমিতুমি-১
আমি যদি আমি হই তবে তুমি কে?
তুমি যদি তুমি হও তবে আমি কে?
আমি যদি তুমি হও
তুমি যদি আমি হই
আমি আর তুমি মিলে আমি-তুমি কে?!

আমিতুমি-২
আলোর ছায়ায় আলোরা যায় সরে
পূর্ণিমার চাঁদ অমাবশ্যার ঘরে
ডানা মেলে দেয় অচিন দেশের পাখি
কাঁচের ভিতর পূর্ণিমার চাঁদ দেখি।

আমিতুমি-৩
সিঁড়ি ভাংতে ভাংতে দরজা
দরজা ভাংতে ভাংতে ঘর
ঘরের ভিতর তুমি।
এবার আমি তোমাকে ভাংগি?

আমিতুমি-৪
প্রিয়তম,
গেটটা লোহার
ভাঙ্গতে পারবেনা
তালাটা জং ধরা
খুলতে পারবেনা
তাই কখনোই
আমার কাছে আসতে পারবেনা।

আমিতুমি-৫
খেলতে চাইনি
বুঝতে চেয়েছি
যদি তুমি তাকে খেলা ভাবো
নিরুপায় আমি
কাঁদবনা তবু
শুধু কিছু দূরে সরে যাব।
0 Comments

►নিজেকে ভাসায়ে আমি নিজেই ভাসি◄ !!ফারজানা মাহাবুবা !!

3/27/2012

2 Comments

 
আমাকে ভালবাসায় বিশ্বাস করতে দাও।
কেউতো মানুষ হয়ে পৃথিবীতে আসেনা
পৃথিবীতে এসে মানুষ হয়,
কেউ ভালবাসা শিখে ভালবাসেনা
বরং ভালবেসে ভালবাসা শিখে।
অতএব আমাকে দায়মুক্ত কর।
কসম লাগে
গাংচিলের ডানায় ভর করে
আমাকে উড়ে যেতে দাও…।
2 Comments
<<Previous

    Author

    আমি জানি না ভাল কি ভাবে থাকা যায় । কিন্তু আমি চাই সবাই ভাল থাকুক । এখনে বেশি ভাগিই সংগৃহীত । যাদের লেখা তাদের নাম দেওয়ার চেষ্টা করেছি । তারপরও যদি কোন মিস্টেক হেয়ে যায় ক্ষমা করবেন ।

    Archives

    May 2012
    March 2012

    Categories

    All

Powered by
✕